
জাপানে চাকরি : মাধ্যম – SSW (Specified Skilled Worker)
১। পেশা: নার্সিং কেয়ার
বেতন:
মাসিক ন্যূনতম বেতন ১,৫০,০০০
ওভারটাইম:
আপনি কাজে দক্ষ হলে ওভারটাইম করতে পারবেন।
জাপানের শ্রম আইন ২০১০ অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ম বেতন ঘন্টায় ৯০০ ইয়েন।
৯০০ ইয়েন x ১.২৫ x ৩ ঘন্টা = ৩৩৭৫ ইয়েন x ০.৭৫ টাকা = ২৫৩১ টাকা
সোম থেকে শুক্রবার: ২০ দিনে আয় = ৫০,৬২৫ টাকা
শনিবার: ১০ ঘন্টা x ৯০০ ইয়েন x ১.২৫ x ২ দিন = ২২৫০০ ইয়েন = ২২৫০০ x ০.৭৫ টাকা = ১৬, ৮৭৫ টাকা
মাসিক ওভারটাইম থেকে আয় = ৫০,৬২৫ + ১৬,৮৭৫ = ৬৭,৫০০ টাকা
থাকা, খাওয়া ও অন্যান্য বাবদ ব্যয়:
ব্যয়: মাসিক ৬০,০০০ (৪০,০০০ + ২০,০০০) টাকা
ন্যূনতম মাসিক সঞ্চয়:
১,৫০,০০০ (মাসিক বেতন) + ৬৭,৫০০ (ওভারটাইম) – ৬০,০০০ (ব্যয়) = ১,৫৭,৫০০ টাকা
২। পেশা: কৃষি
বেতন:
মাসিক ন্যূনতম বেতন ১,২০,০০০
ওভারটাইম:
আপনি কাজে দক্ষ হলে ওভারটাইম করতে পারবেন।
জাপানের শ্রম আইন ২০১০ অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ম বেতন ঘন্টায় ৯০০ ইয়েন।
৯০০ ইয়েন x ১.২৫ x ৩ ঘন্টা = ৩৩৭৫ ইয়েন x ০.৭৫ টাকা = ২৫৩১ টাকা
সোম থেকে শুক্রবার: ২০ দিনে আয় = ৫০,৬২৫ টাকা
শনিবার: ১০ ঘন্টা x ৯০০ ইয়েন x ১.২৫ x ২ দিন = ২২৫০০ ইয়েন = ২২৫০০ x ০.৭৫ টাকা = ১৬, ৮৭৫ টাকা
মাসিক ওভারটাইম থেকে আয় = ৫০,৬২৫ + ১৬,৮৭৫ = ৬৭,৫০০ টাকা
থাকা, খাওয়া ও অন্যান্য বাবদ ব্যয়:
ব্যয়: মাসিক ৬০,০০০ (৪০,০০০ + ২০,০০০) টাকা
ন্যূনতম মাসিক সঞ্চয়:
১,২০,০০০ (মাসিক বেতন) + ৬৭,৫০০ (ওভারটাইম) – ৬০,০০০ (ব্যয়) = ১,২৭,৫০০ টাকা
যোগ্যতা:
বয়স : ১৮ – ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/গ্র্যাজুয়েট/ডিপ্লোমা বা সমমান
দক্ষতা যাচাই সনদ (Skilled Evaluation Certificate through Online test)
জাপান ফাউন্ডেশন টেস্ট (JFT through online test)
জাপানে চাকরি : মাধ্যম – TITP (Technical Intern Training Program)
TITP মাধ্যমে জাপানে যাওয়ার যোগ্যতার ক্ষেত্রে Skill Evaluation Certificate লাগবে না।
Level N4 বা JFT - জাপানী ভাষায় পর্যাপ্ত দক্ষতা ও সনদ থাকতে হবে।
MAWTS -এর দক্ষতা যাচাই সনদপত্র লাগবে।
১ বছরের কাজের অভিজ্ঞতা সনদ লাগবে।
যে সকল কাজে নিয়োগ করা হবে:
Welder (Manual Welding বা Semiautomatic Welding)
Machine Operator (Lathe or Milling Machine)
Scaffolder (Construction Work)
Painter (Construction Painting, Metal Painting, Spray Painting Work)
Construction Worker (Tiler, Roofer, Plasterer (Wall, Roof), Mason, etc.)
Plumber (Construction Pipe installation Work)
Electrician
বেতন:
ন্যূনতম ৯০০ ইয়েন প্রতি ঘন্টা
প্রশিক্ষণ পদ্ধতি:
মট্স (MAWTS)-এ ৬ মাসের ভাষা (Language) ও দক্ষতার (Skill) উপর সার্বিক প্রশিক্ষণ ও পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে অধ্যয়ণের ব্যবস্থা।
কারা অগ্রাধিকার পাবেন:
১। অবিবাহিত।
২। উপজাতি / ক্ষুদ্র জনগোষ্ঠি।
৩। ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ।
৪। মৃদুভাষী, সৎ ও অমায়িক।
অযোগ্য বিবেচনা করা হবে:
১। নেশা জাতীয় দ্রব্য গ্রহণে আসক্ত হলে।
২। অলস হলে।
৩। সংক্রামক রোগে আক্রান্ত হলে।
৪। অধ্যয়ণরত অবস্থায় ছুটি নিলে।
কোন রাজনৈতিক কর্মকান্ড এবং ফৌজদারী অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের প্রশিক্ষণার্থী হিসেবে বিবেচনা করা হবে না। উপরিউক্ত বিষয়ে তথ্য গোপন করলে পরবর্তীকালে এ কারণে ভিসা আবেদন বাতিল হলে মট্স ও ট্রেডমিগ কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্ব বহন করবে না।
রেজিষ্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাবলি:
রেজিষ্ট্রেশন লিঙ্ক -
বিকাশ মার্চেন্ট একাউন্ট নং -
নগদ মার্চেন্ট একাউন্ট নং –
রেজিস্ট্রেশন কনফার্ম করতে ৫০০ টাকা পাঠাতে হবে।